অনুসরণীয়; শ্লোক - ৩৭১

উৎকৃষ্ট কথা ও কর্ম ব্যক্তিকে
অনুকরণীয় অনুসরণীয় করে।
মানুষ তাকেই অনুসরণ করে
যাকে সে আদর্শ মনে করে। 

পাদটীকা: সাধারণকে নয়, অসাধারণকেই মানুষ অনুকরণ এবং অনুসরণ করে। অনুকরণীয় এবং অনুসরণীয় হতে চাইলে ব্যক্তির অসাধারণ মূল্যবোধ থাকাটা ব্যাধ্যতামূলক। 
আরিফুর রহমান, নরওয়ে।

বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

আত্মার সম্পর্ক যত,
বেতার সংযোগের মত।
পুনঃসংযোগ যুক্ত হয়
যথা সময়ে আপন মত।

পাদটীকা: আত্মার সম্পর্ক পরিচিত ওয়ায়াই ফাই সংযোগে পুনরায় সংযোগের মত, নিদৃষ্ট সীমানায় আসলেই তা স্বয়ংক্রিয় ভাবে পুনরায় সংযোগ লাভ করে। 
আরিফুর রহমান, নরওয়ে।

 
বেতার সংযোগ; শ্লোক - ৩৭০

শ্লোক - ৩৬৯

আরিফুর রহমানের শ্লোক - ৩৬৯
—————————
নিজের ঢোল নিজে না বাঁজালে
বাঁজাবে না অন্য কেউ।
নিজের হাল নিজে না ধরলে
ধরবে না জলের ঢেউ।

শ্লোক - ৩৬৮

আরিফুর রহমানের শ্লোক - ৩৬৮
—————————
হিংস্র পশু বাস করে বনে
হিংস্র স্বভাবে ও কাজে।
হিংস্র মানুষ বাস করে
সভ্য মানুষের সমাজে।

শ্লোক - ৩৬৭

আরিফুর রহমানের শ্লোক - ৩৬৭
—————————
দূর থেকে সব দেখা যায় না,
দেখা যায় ঘোলা, অস্পষ্ট।
কাছে গেলেই সব পরিষ্কার,
লাগে ভালো অথবা কষ্ট।

শ্লোক - ৩৬৪

আরিফুর রহমানের শ্লোক - ৩৬৪
—————————
কাঁচের পাত্র ভাঙলে
বিচূর্ণ, যায় ছড়ায়ে।
হৃদয় যতই ভাঙুক
থাকে তাহা হৃদয়ে।

খুন, শ্লোক - ৩৬৩

যে স্রষ্টা আপনি মহান
শ্রেষ্ঠ আপন গুণে।
সে স্রষ্টা হয় কি খুশি
আপন সৃষ্টির খুনে?

পাদটীকা: স্রষ্টা কি আসলেই তার তার নামে কোন প্রাণী হত্যা করে রক্তপাত ঘটালে খুশি হন?
- আরিফুর রহমান, দ্রবাক, নরওয়ে। 

শ্লোক - ৩৬২

আরিফুর রহমানের শ্লোক - ৩৬২
—————————
বন্য পশু ভয়ংকর নয়,
যদি তারা বাস করে জঙ্গলে, বনে।
সেই পশু অতি ভয়ংকর,
যে পশু বাস করে মানুষের মনে।

প্রার্থনা; শ্লোক - ৩৬১

শান্তি আসুক ভালোবাসায়
রক্তপাতে নয়।
সকল প্রাণী সুখে থাকুক
সারা বিশ্বময়।

পাদটীকা: সকল প্রাণী সুখে থাকুক, শান্তিতে এবং নিরাপদে থাকুক।
আরিফুর রহমান, নরওয়ে।


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন