দেবালয়; শ্লোক - ৩৪৭

দেবালয়ে সেই জন যায় যে
দেবের দেখা নাহি পায়।
আপন গৃহে যার ঈশ্বর মেলে
দেবালয়ে সে নাহি যায়।

পাদটীকা: দেবালয় বা ধর্মশালা ঈশ্বরের গৃহ, অপর পক্ষে ধর্ম মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান হন তাহলে ঈশ্বরের দর্শন আপন গৃহেও পাওয়া উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ফাহরি রামদানি

শ্লোক - ৩৪৬

আরিফুর রহমানের শ্লোক -৩৪৬
————
ক্ষুদ্র পাথর নাহি ঘটায়
বিশাল বড় ঢেউ।
ক্ষুদ্র স্বার্থে বড় বলি দান
নাহি করে কেউ।

স্থায়ীত্ব; শ্লোক - ৩৪৫

নিত্যদিনের আবেগ কথা
ক্ষণস্থায়ী কেউ না রাখে মনে।
চরম আবেগ দীর্ঘস্থায়ী
রয়ে যায় স্মৃতিতে অবচেতনে।

পাদটীকা: যে সকল বিষয় আমাদের মনে দাগ কাটে, যেমন অতিরিক্ত ভালো লাগা, মন্দ লাগা, অতিরিক্ত আবেগ যেমন কষ্ট, সুখ, বা প্রথম বিশেষ বিষয় সহ যাবতীয় বিশেষ বিষয় আমারদের স্মৃতিতে সঞ্চিত হয়। যে বিষয়গুলো নিয়মিত চর্চিত বা স্মরণ করা হয় তা আমাদের স্মৃতিতে দীর্ঘস্থায়িত্ব লাভ করে। স্মৃতি সঞ্চিত রাখা যে বিষয়গুলোর গুরুত্ব কম, তা আমরা সেভাবে স্মরণে রাখি না।  
আরিফুর রহমান, নরওয়ে।

স্থায়ীত্ব; শ্লোক - ৩৪৫


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন