মিনি কাব্য - ৩৩৮

মিনি কাব্য - ৩৩৮
আরিফুর রহমান
-----------------
প্রকৃতি মানুষের শিক্ষক;
সময়ে সে দেখায়, শেখায়।
যে জন অন্তর চক্ষু শূণ্য,
কিছুই সে বুঝিতে না পায়।

মিনি কাব্য - ৩৩৭

মিনি কাব্য - ৩৩৭
আরিফুর রহমান
-----------------
বৃক্ষ দাড়ায় মাথা তুলে
মাটি ও শিকড়ের বলে।
যে বৃক্ষ শিকড় বিহীন,
ভেসে যায় তা বানের জলে।

মিনি কাব্য - ৩৩৬

মিনি কাব্য - ৩৩৬
আরিফুর রহমান
-----------------
শিকড় দিয়ে বৃক্ষের হয়
মাটির সাথে সম্পর্ক।
এ সম্পর্ক কভু না টুটে
মাটিও পাতার তর্ক।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন