মিনি কাব্য - ৩৩৬
আরিফুর রহমান
-----------------
শিকড় দিয়ে বৃক্ষের হয়
মাটির সাথে সম্পর্ক।
এ সম্পর্ক কভু না টুটে
মাটিও পাতার তর্ক।