মিনি কাব্য - ৩৩৭
আরিফুর রহমান
-----------------
বৃক্ষ দাড়ায় মাথা তুলে
মাটি ও শিকড়ের বলে।
যে বৃক্ষ শিকড় বিহীন,
ভেসে যায় তা বানের জলে।