মাপকাঠি; শ্লোক - ১৪০

ধার্মিক বা অধার্মিক
ভালো মন্দের মাপকাঠি নয়।
ভালো - মন্দ নির্ণয়
ব্যক্তির কর্ম গুণ বিচারে হয়।

পাদটীকা: কোন কিছুতে বিশ্বাস স্থাপন করা বা না করা কখনো কারোর পরিচয় নয়, ব্যক্তির কর্ম ব্যক্তির সত্তার ভালো বা মন্দ নির্ণয়ের মাপকাঠি।

মাপকাঠি পরিমাপ

মিনি কাব্য - ১৩৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ধরিত্রীর কাদায় স্বর্গলোকের
দেবমূর্তি গড়া হয়।
বাস্তবতায় রঙ তুলি দিয়ে
কল্পকাহিনী রচিত হয়।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন