কালের খাঁচা; শ্লোক - ৫০৫

আটকে আছি বর্তমানে ফাঁদে,
ভাবী ভবিষ্যতে ভ্রমে।
আতীত গেছে মুছে; বিভূতিরা
স্মৃতির পাতায় জমে।

পাদটীকা: আমরা সবাই মহাকালের বর্তমান সময়েই বর্তমান। আমরা ঘড়ির কাঁটার মতো ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি আর ভবিষ্যতটাকেও বর্তমানে রূপান্তরিত করছি। বর্তমান অতীতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বর্তমানকে হারাচ্ছি কালের গর্ভে। কোন কোন বর্তমান অতীত হওয়ার সঙ্গে সঙ্গে তা মুছে যাচ্ছে আমাদের স্মৃতি থেকে, আর কোন কোন অতীত ঠাঁই পাচ্ছে চিত্রে ও স্মৃতিতে।
- আরিফুর রহমান, নরওয়ে।

কালের খাঁচা; শ্লোক - ৫০৫


প্রতিকূলতা; শ্লোক - ৫০৪

হে প্রাণ, প্রতিকূলতায় লড়ো;
প্রকৃতি যুদ্ধার্থে মাতে, করে আহ্বান।
ভূবনে বিজয়ীরা বিরাজমান;
হও বিজয়ী নয়তো বিলুপ্ত, ম্রিয়মান। 

পাদটীকা: এ পৃথিবী চাষাবাদ যোগ্য জমি তুল্য, আর প্রাণ শশ্য তুল্য। একই জমিতে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন শশ্য ফলে। শশ্য যদি পরজীবি বা প্রতিকূলতাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে তা রোগাক্রান্ত, ক্ষতিগ্রস্ত বা বিলুপ্ত হয়ে যায়। অনুরূপ সময়ের স্রোতে আপন অস্তিত্বকে টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ার কারণে বহু প্রাণী, উদ্ভিদ, রাষ্ট্র, সমাজ এবং সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। একদিন মানুষও বিলুপ্ত হয়ে যাবে যদি সে প্রতিকূলতাকে জয় করে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিকূলতা; শ্লোক - ৫০৪


দৃঢ়তা; শ্লোক - ৫০০

যে বিশ্বাস ঠুনকো কথায় ভেঙ্গে যায়
তা ভেঙ্গে যাওয়াই ভালো।
যে প্রদীপ ঝড়ো বাতাসে টিকে থাকে
মনে এমন প্রদীপ জ্বালো।

পাদটীকা: যা ভঙ্গুর তা ভেঙে যাবে এটাই স্বাভাবিক, আর যা কিছু মজবুত তাই টিকে থাকবে। পৃথিবীতে দৃঢ় বিষয় বস্তু, ভিত্তিই কেবল টিকে থাকে, আর যা কিছু নশ্বর তা হারিয়ে যায় কালের স্রোতে। আমাদের এমন কিছুতেই বিশ্বাস করা উচিত যার দৃঢ়তা এবং ভিত্তি মজবুত।
- আরিফুর রহমান, নরওয়ে।

দৃঢ়তা; শ্লোক - ৫০০

ত্রাণ; শ্লোক - ৪৯৯

বিজ্ঞান দিবে সমাধা, ত্রাণ
শত্রু অদৃশ্যমান।
ঈশ্বর নয়, মানুষ আনবে
সুদিন, সমাধান।

পাদটীকা: বর্তমান বিশ্বের সকলেই এক কঠিন সময় পার করছে। বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকাটাই অনেক বড় বিষয়। করোনা থেকে পরিত্রাণের উপায় কোনো অদৃশ্য সত্তা নয় রক্ত মাংসের মানুষেরাই আবিষ্কার করেছে, শিগ্রই সুদিন আসবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

ত্রাণ; শ্লোক - ৪৯৯ 499

সাদৃশ্য; শ্লোক - ৪৮৫

মানুষ সাদৃশ্য-প্রেমী প্রাণী,
তাই সে সাদৃশ্য খুঁজে বেড়ায়।
স্বভাবগত আচরণে পায়;
স্থান, বস্তু, সত্তায়, চেহারায়।

পাদটীকা: মানুষ স্বভাব জাত করাণেই সাদৃশ্য পছন্দ করে। তাই সর্বত্রই সাদৃশ্য খোঁজে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সাদৃশ্য; শ্লোক - ৪৮৫ 485


করোনাভাইরাস; শ্লোক - ৪৪৮

ছোঁয়াচে ভাইরাস না দেখে
বর্ণ ধরম জাতি।
মানুষ থেকে মানুষে ছড়ায়
বড্ড প্রাণ ঘাতী।

পাদটীকা: করোনাভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। ২০২০ সালে বিশ্ব জুড়ে লক্ষাধিক ব্যক্তি এর কারণে প্রাণ হারিয়েছেন।
আরিফুর রহমান, নরওয়ে।

করোনাভাইরাস; শ্লোক - ৪৪৮

লৌকিক; শ্লোক - ৩৮৫

প্রাণ বলিতে স্রষ্টা তুষ্ট
এ ধারণা সম্পূর্ণ লৌকিক।
রক্তপাত ও বলি দানে
দেব তুষ্ট, বলে পৌত্তলিক।

পাদটীকা: ঈশ্বরের সন্তুষ্টির লক্ষ্যে প্রাণ হত্যা পৌত্তলিকতার নিদর্শন।

ছবি: আরিফুর রহমান

নির্ণয়; শ্লোক - ৩৭৬

সর্বদা উহা সঠিক নয়,
যাহা লিখিত রয়।
সত্য মিথ্যা বুদ্ধি দ্বারা
নির্ণয় করিতে হয়।

পাদটীকা: সত্য মিথ্যা আমাদের বুদ্ধি দিয়ে নির্ণয় করতে হয়।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রার্থনা; শ্লোক - ৩৬১

শান্তি আসুক ভালোবাসায়
রক্তপাতে নয়।
সকল প্রাণী সুখে থাকুক
সারা বিশ্বময়।

পাদটীকা: সকল প্রাণী সুখে থাকুক, শান্তিতে এবং নিরাপদে থাকুক।
আরিফুর রহমান, নরওয়ে।


সূর্য; শ্লোক - ৩১৪

সূর্য ঈশ্বর তূল্য;
উভয়েরই কারণ ধ্বংস ও সৃষ্টি।
জন্ম দেয় নতুনের,
খরা, মরা, তাপ, ঝড় ও বৃষ্টি।

পাদটীকা: সূর্য কেবলই একটি নক্ষত্রের নাম নয়, সূর্য আমাদের সৌরজগতের মধ্যমনি। সূর্য আছে বলেই পৃথিবীতে জীবন চক্র চলমান আছে।

সূর্য; শ্লোক - ৩১৪


মিনি কাব্য - ৩১৩

মিনি কাব্য - ৩১৩
আরিফুর রহমান
-----------------
এ ভুবন বৈচিত্রময়;
সংঘর্ষে সৃষ্টি এবং ধ্বংসে।
সংগ্রামে টিকে থাকা;
প্রজন্মে, পরম্পরায় বংশে।

মিনি কাব্য - ৩০৪

মিনি কাব্য - ৩০৪
আরিফুর রহমান
-----------------
পাথরে পাথর ভাঙ্গে আঘাতে,
আগুন জ্বলে বারংবার ঘর্ষণে।
মানুষ এবং চুম্বক কাছে আসে
আকর্ষণে, দূরে যায় বিকর্ষণে।

মিনি কাব্য - ২৯৯

মিনি কাব্য - ২৯৯
আরিফুর রহমান
-----------------
আগাছা হয়ে জন্ম নিয়ে
সুবিশাল বট গাছ হয়।
কোন কোন বট গৃহ কোণে
যতনে বনসাই হয়ে রয়।

মিনি কাব্য - ২৯৭

মিনি কাব্য - ২৯৭
আরিফুর রহমান
-----------------
কুঁয়োর ব্যাঙ না জানে কভু
সাগর দেখিতে কেমন।
মানুষ আসলে তেমনই ভাবে,
যার জ্ঞানের পরিধি যেমন।

মিনি কাব্য - ২৮৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক দৃষ্টিতে যাহা আলোর কারণ
অন্য দৃষ্ঠিতে ছায়ার।
এক পক্ষে যাহা নির্দয়তা
অন্য পক্ষে তা মায়ার।

স্মরণ; শ্লোক - ২৫৫

মাঝে মাঝে মায়ের মুখখানি মনে পরে।
পালন করেছেন দুই ভাইবোনকে একলা ঘরে।
মমতায় আদরে ভালোবাসায় আষ্টেপিষ্টে;
এ কেমন ভুবন, প্রিয়জন চলে যায় চিরতরে?

পাদটীকা: আমার মায়ের স্মরণে।  

 
চিত্র: আরিফুর রহমান

মিনি কাব্য - ২৪৮

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
প্রকৃতি স্বয়ং চিত্র বিচিত্র;
সকল জীবের ঘনিষ্ট মিত্র।
দেয় হাওয়া আশ্রয় প্রশ্রয়;
বহু মূর্তি, সৃষ্টি, ধ্বংস, প্রলয়।

মিনি কাব্য - ২৪৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক শাস্ত্রে দেবতা বলে সমতল,
ধরণীকে কেন্দ্র করে সূর্য্য মামা ঘোরে।
অন্য শাস্ত্রে মানব বলে অসত্য,
সূর্য্যকে কেন্দ্র করে গ্রহেরা ছুটে চলে।

মিনি কাব্য - ২৩৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যার শুরু আছে
একটা নির্দিষ্ট সময় শেষে তার শেষ আছে।
যার জন্ম হবে
একটা নিদৃষ্ট সময় শেষে তার মৃত্যু হবে।

মিনি কাব্য - ২৩৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জন্মসূত্রে প্রতিটি মানুষ
অদ্বিতীয় এবং স্বাধীন।
মানব সৃষ্ট সংস্কার
করে তাকে পরাধীন।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন