কোন কোন বনফুল
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়।
অধিক শোভা দেয়,
পরিচর্চায় পালিত
গোলাপের তুলনায়।
পাদটীকা: পথের ধারে বা বনে জঙ্গলে ফুটে থাকা কোনো কোন ফুল পরিচর্চায় পালিত ফুলের চেয়েও দৃষ্টিনন্দন এবং সুঘ্রাণ দেন করে।
- আরিফুর রহমান, নরওয়ে।