মা হয়তো ভালো আছে
আকাশের তাঁরায়।
মায়ের কথা ভাবলেই,
কবিতা ছন্দ হারায়।

পাদটীকা: আমার মায়ের স্মরণে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: ক্রিস্টোফার রোলার