মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
চিত্রকর ছবি আঁকে
রঙ তুলিতে ক্যানভাসে।
কথাশিল্পী ছবি আঁকে
লেখায় ভাবনার প্রকাশে।