স্বজনের গমণে ব্যথীত হই
হৃদয় ব্যথায় হয় চূর্ণ বিচূর্ণ।
সংসারে পুরাতনের গমনে,
নতুনে করে সে আসন পূর্ণ।
পাদটীকা: সুহৃদ সুজনের সাথে বিচ্ছেদে আমরা ব্যথিত হই, তার পরলোক গমনে শোকাতর এবং স্তম্ভিত হই। তবে কারোর আগমন বা গমনে পৃথিবী থেমে থাকে না, আপন নিয়মে চলে। পৃথিবীর কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না, একসময় না একসময় পূর্ণ হয়; হয়তো বায়ু দিয়ে, নয়তো পানি দিয়ে, নয়তো মাটি দিয়ে।
হৃদয় ব্যথায় হয় চূর্ণ বিচূর্ণ।
সংসারে পুরাতনের গমনে,
নতুনে করে সে আসন পূর্ণ।
পাদটীকা: সুহৃদ সুজনের সাথে বিচ্ছেদে আমরা ব্যথিত হই, তার পরলোক গমনে শোকাতর এবং স্তম্ভিত হই। তবে কারোর আগমন বা গমনে পৃথিবী থেমে থাকে না, আপন নিয়মে চলে। পৃথিবীর কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না, একসময় না একসময় পূর্ণ হয়; হয়তো বায়ু দিয়ে, নয়তো পানি দিয়ে, নয়তো মাটি দিয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।