নিয়ম; শ্লোক - ১৮৩

কারোর হঠাৎ প্রস্থানে
পৃথিবী থাকেনা থেমে,
যথারীতি কক্ষপথে
চলে আপন নিয়মে।

পাদটীকা: পৃথিবী তার আপন গতিতে চলে আপন কক্ষপথে। কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে পৃথিবীর গতি বা গন্তব্য পরিবর্তিত হয় না।
আরিফুর রহমান, নরওয়ে।

নিয়ম; শ্লোক - ১৮৩


বিজ্ঞান ও বিশ্বাস; শ্লোক - ৪৩৬

বিজ্ঞান যত হইবে উন্নত; 
অন্ধবিশ্বাস ঘুচিবে তত। 
দৃষ্টির ছানি বিজ্ঞান দিবে তুলে 
অন্ধবিশ্বাস মানুষ যাবে ভুলে। 

পাদটীকা: সময়ের সাথে মানুষের জ্ঞানের পরিসীমা বাড়ছে, বিজ্ঞান উন্নত হচ্ছে। মানুষের অভিযান এখন পৃথিবী ছাড়িয়ে মহাশূণ্য ছাড়িয়ে অন্য গ্রহে, অজানা কে জানার তরে, আর সমস্যা কে সমাধানের উদ্দেশ্যে বিজ্ঞান সদা সক্রিয়। পক্ষান্তরে অন্ধবিশ্বাস পুরোনো ধারণায় স্তব্ধ, পুরোনো সংস্কার নিয়ে ব্যস্ত। ক্রমশ মানুষের বিশ্বাস এবং জীবনে প্রচলিত অন্ধবিশ্বাস সংস্কারের পরিবর্তে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আস্থা চলমান। - আরিফুর রহমান, নরওয়ে।

বিজ্ঞান ও বিশ্বাস শ্লোক

প্রতিকূলতা; শ্লোক - ৫০৪

হে প্রাণ, প্রতিকূলতায় লড়ো;
প্রকৃতি যুদ্ধার্থে মাতে, করে আহ্বান।
ভূবনে বিজয়ীরা বিরাজমান;
হও বিজয়ী নয়তো বিলুপ্ত, ম্রিয়মান। 

পাদটীকা: এ পৃথিবী চাষাবাদ যোগ্য জমি তুল্য, আর প্রাণ শশ্য তুল্য। একই জমিতে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন শশ্য ফলে। শশ্য যদি পরজীবি বা প্রতিকূলতাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে তা রোগাক্রান্ত, ক্ষতিগ্রস্ত বা বিলুপ্ত হয়ে যায়। অনুরূপ সময়ের স্রোতে আপন অস্তিত্বকে টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ার কারণে বহু প্রাণী, উদ্ভিদ, রাষ্ট্র, সমাজ এবং সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। একদিন মানুষও বিলুপ্ত হয়ে যাবে যদি সে প্রতিকূলতাকে জয় করে তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।

প্রতিকূলতা; শ্লোক - ৫০৪


গমন; শ্লোক - ২৩

স্বজনের গমণে ব্যথীত হই
হৃদয় ব্যথায় হয় চূর্ণ বিচূর্ণ।
সংসারে পুরাতনের গমনে,
নতুনে করে সে আসন পূর্ণ।

পাদটীকা: সুহৃদ সুজনের সাথে বিচ্ছেদে আমরা ব্যথিত হই, তার পরলোক গমনে শোকাতর এবং স্তম্ভিত হই। তবে কারোর আগমন বা গমনে পৃথিবী থেমে থাকে না, আপন নিয়মে চলে। পৃথিবীর কোনো শূন্যস্থান চিরকাল শূন্য থাকে না, একসময় না একসময় পূর্ণ হয়; হয়তো বায়ু দিয়ে, নয়তো পানি দিয়ে, নয়তো মাটি দিয়ে।
আরিফুর রহমান, নরওয়ে।

গমন; শ্লোক - ২৩


মিনি কাব্য - ২১৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবী স্বয়ং অসম্পূর্ণ,
সকলই যৌগিকতায় জন্ম।
প্রতিটি বিষয় অসম্পর্ণ,
সর্বত্রই আছে দুঃখ, দৈন্য।

সমান; শ্লোক - ১০৩

নারী ও পুরুষ উভয় সমান
উভয়ই মানুষ মোরা।
হাতে হাত রেখে ভালোবাসায়
গড়ি পূর্ণ করি ধরা।

পাদটীকা: নারী এবং পুরুষ মানুষ হিসেবে সকলেই সমান। সকলের সম্মিলিত অংশ অবদানেই অসম্পূর্ণ পৃথিবী পূর্ণতা পাবে।
- আরিফুর রহমান, নরওয়ে।

সমান; শ্লোক - ১০৩


জীবন চক্র; শ্লোক - ১৪

যায় দিন ভালোর
আসে দিন কালোর।
যায় দিন কালোর
আসে দিন ভালোর।

পাদটীকা: পৃথিবী সূর্য্যকে কেন্দ্র করে অবিরত চক্রাকারে আবর্তন করে চলছে। রাত দিন এবং ঋতু আগমন বা গমন চক্রাকারে যথা সময়েই হচ্ছে। অনুরূপ আমাদের জীবনে সুসময় বা দূসময় চক্রাকারেই হচ্ছে; সুখের পরে দুঃখ অথবা দূখের পরে সুখ।
আরিফুর রহমান, নরওয়ে।

জীবন চক্র; শ্লোক - ১৪

পরিবর্তন; শ্লোক - ২০১

ত্রি ভুবনের সকল কিছু
পরিবর্তনশীল ক্ষণস্থায়ী।
সময়ের সাথে সব বদলায়,
শুধু পরিবর্তন চিরস্থায়ী।

পাদটীকা: সময়ের সাথে সাথে শিশু, বালক থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়ে পরিণত হয়, এবং একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। কিন্তু পরিবর্তনের ধারাটা সার্বজনীন। সময়ের সাথে সাথে এই পৃথিবীর প্রতিটি বিষয়, বস্তই পরিবর্তিত হয়। কারণ, পরিবর্তন জগতের শ্বাশত ধর্ম। 
আরিফুর রহমান, নরওয়ে।

পরিবর্তন; শ্লোক - ২০১


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন