পাদটীকা:নিজের গান নিজেকেই গাইতে হয়, অন্যকে গাইতে দিলে দেখা যাবে বেসুর গলায় গাইছে। অনুরূপ নিজের ঢোল নিজেকেই বাজাতে হয়, অন্যের ভরসায় থাকলে বেলা শেষে দেখা যাবে তোমার ঢোল বাজানোর মতো সময় অন্য কেউ পায়নি। আর বাজালেও তা তোমার মনমতো হয় নি, নতুবা বাজাতে গিয়ে ফাটিয়ে ফেলেছে।