বিশেষ সত্তা; শ্লোক - ৪৩১

রাবণের ছিলো দশটি মাথা
দুর্গতিনাশিনী দূর্গার দশটি হস্ত।
দেব-গণ ছিল বিশেষ সত্তা;
সাধারণ যত তুমি আমি সমস্ত।

পাদটীকা: পৌরাণিক গল্প কাহিনীতে দেবতাগণ সর্বদাই বিশেষ সত্তা, সেখানে তারা বিশেষ রূপ এবং বৈশিষ্ঠে আবির্ভূত হয়েছেন, আর সাধারণ মানুষেরা সর্বদাই সাধারণ।
- আরিফুর রহমান, নরওয়ে।


দূর্গা রাম এবং লক্ষ্মণ বিশেষ সত্তা

নারীর পরিচয়; শ্লোক - ৩০৭

নারীর বহু পরিচয়;
ভালোবাসা প্রেমিকা,
কন্যা, জায়া, জননী,
দূর্গতিনাশিনী দূর্গা।

পাদটীকা: সমাজ, রাষ্ট্র, বা পৃথিবীর অর্ধাংশ হলো নারী। জগতে নারী আছে বলেই আমরা জন্ম গ্রহণ করি এবং বেঁচে থাকি। নারীকূল ব্যতীত পূরুষকূল অস্তিত্ব শূণ্য।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: সোমকোয়ার বিক্রম

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন