রাম সীতাকে আগুনে ঠেলেছে
রামমোহন নয়।
সতীদাহে সীতার ত্রাণ কর্তা,
রামমোহন রায়। 

পাদটীকা: রাজা রামমোহন রায় ছিলেন বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। রামমোহন রায় সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য।
আরিফুর রহমান, নরওয়ে।

রামমোহন রায়; শ্লোক - ৪৬৫