রাবণের ছিলো দশটি মাথা
দুর্গতিনাশিনী দূর্গার দশটি হস্ত।
দেব-গণ ছিল বিশেষ সত্তা;
সাধারণ যত তুমি আমি সমস্ত।
পাদটীকা: পৌরাণিক গল্প কাহিনীতে দেবতাগণ সর্বদাই বিশেষ সত্তা, সেখানে তারা বিশেষ রূপ এবং বৈশিষ্ঠে আবির্ভূত হয়েছেন, আর সাধারণ মানুষেরা সর্বদাই সাধারণ।
- আরিফুর রহমান, নরওয়ে।
দুর্গতিনাশিনী দূর্গার দশটি হস্ত।
দেব-গণ ছিল বিশেষ সত্তা;
সাধারণ যত তুমি আমি সমস্ত।
পাদটীকা: পৌরাণিক গল্প কাহিনীতে দেবতাগণ সর্বদাই বিশেষ সত্তা, সেখানে তারা বিশেষ রূপ এবং বৈশিষ্ঠে আবির্ভূত হয়েছেন, আর সাধারণ মানুষেরা সর্বদাই সাধারণ।
- আরিফুর রহমান, নরওয়ে।