মিনি কাব্য - ৩৪৩ আরিফুর রহমান (Arifur Rahman) মঙ্গলবার, জুন ১৮, ২০১৯ মিনি কাব্য -৩৪৩ আরিফুর রহমান ----------------- লক্ষ্যহীন যে দৌড়ায় সে লক্ষ্যে কভু না পৌছায়। লক্ষ্যে পৌছেও লোকে কভু না অহেতুক দৌড়ায়। বিষয় শব্দ: জীবন, দর্শন
মিনি কাব্য - ৩৪২ আরিফুর রহমান (Arifur Rahman) মঙ্গলবার, জুন ১৮, ২০১৯ মিনি কাব্য - ৩৪২ আরিফুর রহমান ----------------- ধর্ম শালায় ঈশ্বর থাকে না থাকে জনপদে জঙ্গলে। ঈশ্বর না বাড়ায় স্বর্গীয় হাত; মানুষই আসে মঙ্গলে। বিষয় শব্দ: দর্শন, ধর্ম, মানবতা, মানুষ
মিনি কাব্য - ৩৪১ আরিফুর রহমান (Arifur Rahman) মঙ্গলবার, জুন ১৮, ২০১৯ মিনি কাব্য - ৩৪১ আরিফুর রহমান ----------------- সর্ব ভক্তি সত্য ও ন্যায়ে, সত্য ও সুন্দর পূজি। অশরীরি খুঁজি না আমি, সুমানবে ঈশ্বর খুঁজি। বিষয় শব্দ: জীবন, দর্শন, ধর্ম, মানুষ