মিনি কাব্য -৩৪৩
আরিফুর রহমান
-----------------
লক্ষ্যহীন যে দৌড়ায়
সে লক্ষ্যে কভু না পৌছায়।
লক্ষ্যে পৌছেও লোকে
কভু না অহেতুক দৌড়ায়।