মিনি কাব্য - ৩২৩
আরিফুর রহমান
-----------------
রোগাক্রারান্ত রাষ্ট্র সমাজ
যদিও থাকে উর্ধমূখী অর্থনীতি;
ব্যাঙ্ক ভান্ডার শূণ্য করে
পোঁকা মাকড়ের লাগামহীন দূর্নীতি।
আরিফুর রহমান
-----------------
রোগাক্রারান্ত রাষ্ট্র সমাজ
যদিও থাকে উর্ধমূখী অর্থনীতি;
ব্যাঙ্ক ভান্ডার শূণ্য করে
পোঁকা মাকড়ের লাগামহীন দূর্নীতি।