মিনি কাব্য - ৩১৮

মিনি কাব্য - ৩১৮
আরিফুর রহমান
-----------------
ধর্ম যাহা না পারিয়াছে
প্রমাণ করিতে শত শত বছরে।
প্রযুক্তি তাহা দেখাইয়াছে
বিগত কয়েক দশক বছরে।

মিনি কাব্য - ৩১৭

মিনি কাব্য - ৩১৭
আরিফুর রহমান
-----------------
আমি যে কোন কথাকে
দিতে পারি কাব্যে রূপ।
এই যেমন মাত্রই লিখলাম
তার উদাহরণ স্বরূপ।

মিনি কাব্য - ৩১৫

মিনি কাব্য - ৩১৫
আরিফুর রহমান
-----------------
যেথা অনুচিত, অন্যায়, অসত্য বিরাজমান
ধর্ম সেখানেই প্রয়োজন।
যেথা উচিত, ন্যায়, সত্য স্বীকৃত - প্রতিষ্ঠিত
ধর্ম সেখানে নিষ্পয়োজন।

সূর্য; শ্লোক - ৩১৪

সূর্য ঈশ্বর তূল্য;
উভয়েরই কারণ ধ্বংস ও সৃষ্টি।
জন্ম দেয় নতুনের,
খরা, মরা, তাপ, ঝড় ও বৃষ্টি।

পাদটীকা: সূর্য কেবলই একটি নক্ষত্রের নাম নয়, সূর্য আমাদের সৌরজগতের মধ্যমনি। সূর্য আছে বলেই পৃথিবীতে জীবন চক্র চলমান আছে।

সূর্য; শ্লোক - ৩১৪


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন