লভ্যতা; শ্লোক - ২৬২

এক ফোঁটা জল নেই
জীবনে যখন খরা।
অবিরাম বৃষ্টি রাশি
জলাধার যখন ভরা।

পাদটীকা: জীবনে যখন যেটা প্রয়োজন সর্বদা তখন সেটা উপলব্ধ থাকে না। প্রয়োজন ফুরিয়ে গেলে কখনো কখনো উক্ত জিনিসের সহজ লভ্যতা দেখা দেয়। 
আরিফুর রহমান, নরওয়ে।

লভ্যতা; শ্লোক - ২৬২


জানা মানা; শ্লোক - ২৬১

আমরা জানি অনেক কিছু
কয় জনে সব মানি।
খাদ্য সবাই চিবিয়ে খায়
পান করা হয় পানি।

পাদটীকা: আমরা অনেক কিছুই শিখি কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাই না। এই যেমন বাংলা ব্যাকরণে আমরা শিখেছি যাবতীয় তরল পানীয় পান করতে হয়, কিন্তু বলার সময় আমরা বাঙালিরা বাংলায় ভুল করে থাকি, বলে থাকি আমরা পানি খাই।  
আরিফুর রহমান, নরওয়ে।

জানা মানা; শ্লোক - ২৬১



সাধক; শ্লোক - ২৬০

চিত্রকর তাকে কয়
যে আঁকে ছবি।
সাধণায় সাধক হয়,
কবিতায় কবি।

পাদটীকা: সাধনা ব্যতীত সাধক হওয়া সম্ভব নয়। শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে শিল্প সাধনা অতি জরুরি।
আরিফুর রহমান, নরওয়ে।

সাধক; শ্লোক - ২৬০


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন