স্মরণ; শ্লোক - ২৫৫

মাঝে মাঝে মায়ের মুখখানি মনে পরে।
পালন করেছেন দুই ভাইবোনকে একলা ঘরে।
মমতায় আদরে ভালোবাসায় আষ্টেপিষ্টে;
এ কেমন ভুবন, প্রিয়জন চলে যায় চিরতরে?

পাদটীকা: আমার মায়ের স্মরণে।  

 
চিত্র: আরিফুর রহমান

মিনি কাব্য - ২৫৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবিত থাকার মানেই,
রোগ শোক দূঃখ চিন্তা।
মৃত্যুতে সব হতে মেলে
ত্রাণ পরিত্রাণ চির মুক্তি।

মিনি কাব্য - ২৫৩

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বাঙালি জীবিতকালে স্বজাতির দ্বারা
সর্বদাই অবহেলিত।
মৃত্যুরপরে সকলেই গায় গুণ কীর্তন;
করে পুষ্পাঞ্জলিত।

মিনি কাব্য - ২৫২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ক্ষণিকের তরে পৃথিবীতে আসি;
দূঃখে কাঁদি, সুখে হাসি।
সময়কে জয় করে বাঁচার স্বপ্ন দেখি;
স্বপ্ন দেখতে ভালোবাসি।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন