মিনি কাব্য - ২৩০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
যোগ্য লোকে স্ব যোগ্যতায়
প্রতিষ্ঠিত, সম্মানিত।
সূর্য তাহার আপন আলোয়
বিশ্ব করে আলোকিত।

মিনি কাব্য - ২২৯

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
অনুত্তীর্ণ ফলাফলে
মেলে দূর্বলতার পরিচয়।
সাফল্য ধরা দেয়
পরিশ্রম আর সাধনায়।

আন্তঃজাল; শ্লোক - ২২৮

শত্রু থাকে ওৎ পেতে,
আন্তঃজালে বন্ধুর দলে।
তথ্য বাটুন ভেবে চিন্তে
শত্রু থাকে বন্ধুর ছলে।

পাদটীকা: সামাজিক মাধ্যমে তথ্য ভাগাভাগি করার ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত, কারণ বন্ধু দলে থাকা ব্যক্তিটি প্রকৃতার্থেই বন্ধু, নাকি শত্রু সে বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই সামাজিক মাধ্যমে আমাদের যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত।
আরিফুর রহমান, নরওয়ে।

আন্তঃজাল; শ্লোক - ২২৮


মিনি কাব্য - ২২৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
দূর্বল বুনিয়াদে ভবন
ভূমিকম্পে ঝুকি পূর্ণ।
দূর্বল বিশ্বাসে প্রেম
সন্দেহে ভাঙ্গে হয় চূর্ণ।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন