মিনি কাব্য - ২২৪

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
স্রোতে ভেসে যায় হালকা দ্রব্য,
ভারী কিছু যায় না।
হুজুগে কান দিয়ে মাতে বোকা,
বুদ্ধিমান মাতে না।

শূন্য; শ্লোক - ২২৩

শূন্য মোটেও মূল্যহীন নয়;
শূন্য করে পূর্ণতায়।
একের পিঠে এক শূন্যেই,
তা দশ হয়ে যায়।

পাদটীকা: আমারদের ভূ বিশ্ব স্বয়ং মহাশূন্যে ভেসে আছে, তাই শূন্যকে মূল্যহীন ভাবার কিছু নেই।  
আরিফুর রহমান, নরওয়ে।

শূন্য; শ্লোক - ২২৩



মিনি কাব্য - ২২২

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মানুষে গড়েছে ঈশ্বর,
আপন কারণে।
মানুষকে বধিছে মানুষ,
ঈশ্বরের বারণে।

মিনি কাব্য - ২২১

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
বরফ গলে পানি হয়,
বালি গলে নয়।
নদীর উৎস হিমালয়,
মরু সাহারা নয়।

মিনি কাব্য - ২২০

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
হৃদয় আকাশে ভাসে সব ছবি,
অতীত ভ্রমিয়া বর্তমানে থামি।
সে আপনে উৎসর্গ করি সবই,
দুর্দিনে আপন, যে ছিলো দামি।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন