কুশীলব; শ্লোক - ২১৮

চলচ্চিত্র বা মঞ্চের অভিনয়,
নাটক রূপে সনাক্ত করা যায় সহজে।
জীবনের কক্ষপথে নাট্যকার,
কৌশল দেখায়, সত্যি ভাবে সকলে।

পাদটীকা: বাস্তব জীবনে অভিনেতাদের অভিনয় সর্বদা সনাক্ত করা সম্ভবপর হয় না। অধিকাংশ লোকজন সেটাকে সত্যি হিসেবে বিশ্বাস করে। 
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: কাইল হেড

মিনি কাব্য - ২১৭

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
মাঝে মাঝে কাব্য লিখি,
ছন্দে ছন্দে বলি কথা।
কাব্যে প্রকাশ করি ভাবনা,
দুঃখ, সুখ এবং মমতা।

মিনি কাব্য - ২১৬

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
পৃথিবী স্বয়ং অসম্পূর্ণ,
সকলই যৌগিকতায় জন্ম।
প্রতিটি বিষয় অসম্পর্ণ,
সর্বত্রই আছে দুঃখ, দৈন্য।

মিনি কাব্য - ২১৫

মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক অধ্যায় শেষে
অন্য অধ্যায় শুরু।
অতীত শিক্ষায় শিক্ষিত
ভবিষ্যতের গুরু।

পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন