আপেক্ষিকতা; শ্লোক - ২০৬

খবর ও খাবার বাসী হলেই
গুরুত্ব হারায় পর ক্ষণে।
মানুষ সেটা নিয়ে মত্ত থাকে
যা প্রাসঙ্গিক বর্তমানে।

পাদটীকা: মানুষ অতীতকে অবলম্বন করে বর্তমানে বাঁচে, পুরাতন তাল ভুলে নতুন তালে নাচে।
আরিফুর রহমান, নরওয়ে।


ছবি: জুলি মোরিরা

দুঃস্বপ্ন; শ্লোক - ২০৫

দুঃস্বপ্ন শেষে
আসে রঙিন স্বপ্ন ভেসে।
কান্নার শেষে
স্বস্তি মেলে দীর্ঘ শ্বাসে। 

পাদটীকা: সুখের বা দুঃখের সময় কোনটাই চিরস্থায়ী নয়। রাত দিনের ন্যায় জীবনে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। কখনো কখনো কান্নার শেষে হৃদয়ের কষ্ট কিছুটা লাঘব হয়।   
আরিফুর রহমান, নরওয়ে।

দুঃস্বপ্ন; শ্লোক - ২০৫


পরিসংখ্যান

গোপনীয়তা | শর্তাবলী | যোগাযোগ

শব্দ শুনুন