পাপী স্বীকার করুক
আর
নাই করুক; ভাগ্যের পরিহাসে,
সুদে আসলে কর্ম ফল
পাপীর কাছে ফিরেই আসে।
নাই করুক; ভাগ্যের পরিহাসে,
সুদে আসলে কর্ম ফল
পাপীর কাছে ফিরেই আসে।
পাদটীকা: মানুষ ভালো কাজ করলে ভালো ফল ভোগ করে। মানুষ সেটা শিকার করুক আর নাই করুক, মন্দ কাজের ফল সব সময় মন্দই হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।