মগজ যে জনের আবদ্ধ
ধর্মের খাঁচায়, বা শিকলে।
সেথা জ্ঞান সুনীতি বাণী
ধরে না, সব যায় বিফলে।
পাদটীকা: যে ব্যক্তি
ধর্মের নামে কোন কিছুতে অন্ধবিশ্বাস বা কোন কুসংস্কারে অন্ধবিশ্বাস করে কট্টর অবস্থানে রয়েছেন। সেই ব্যক্তি সাধারণত বহুকাল ধরে লালন করা ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস বা কুসংস্কারের উপরে ভিন্ন জ্ঞান এবং ভিন্ন নীতিকে সহজভাবে গ্রহণ করতে পারে না।