মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
সম্মুখ পথে চলতে গিয়ে
ক্লান্ত আমি হোঁচট খাই,
একটু আগাই একটু জিরাই
ভাবতে ভাবতে থমকে যাই।