মিনি কাব্য - ৪৩ আরিফুর রহমান (Arifur Rahman) রবিবার, এপ্রিল ২৬, ২০১৫ মিনি কাব্য আরিফুর রহমান ----------------- কারো মাথায় আকাশ ভাঙ্গে ঘর ভাঙ্গে ফাটে কপাল। ভাঙ্গে গোপালের বসতভিটা ভূমিকম্পে ভাঙ্গে নেপাল। বিষয় শব্দ: জীবন, প্রকৃতি, মানবতা