নায়ক যেথা দূর্বল, পরাস্ত;
বিজয় খলনায়কে পায়।
সেথা জয়গান নায়কের নয়,
সবে খললায়কের গায়।
পাদটীকা: দূর্বল বা পরাজিতরা সর্বদা গল্প বা ইতিহাসে নায়ক হিসেবে ঠাই পায় না। মানুষ সর্বদা বিজেতায় জয়কীর্তন করে, বিজেতাকে বিজয় মালা দিয়ে নায়ক হিসেবে বরণ করে। অর্থাৎ অধিকাংশ মানুষ দূর্বলের নয়, বরং সবল এবং বিজেতার পক্ষাবলম্বন করে।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন