কোকিল আছে
নাইতো বাসা;
আলোক নাই
নাইতো বাসা;
আলোক নাই
আছে আশা।
পাদটীকা: কোন কিছুর অভাব মানুষকে তার লক্ষ্য হতে বিচ্যুত করতে পারে না, বরং চেষ্টা করতে আর পরিশ্রমের দ্বারা অভাবকে জয় করার দিকে ধাবিত করে। মানুষ কোন কিছু জয় করতে ব্যর্থ হলেও সে বিকল্প পন্থা অবলম্বন করে লক্ষ্য পূরণ করার চেষ্টা করে।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন