তুমি বন্ধু নাকি শত্রু
কেমনে আমি বুঝি?
শত্রু দ্বারা কান্ত আমি,
বন্ধুর দেখা খুঁজি।
পাদটীকা: জীবনে শত্রু কেউ চায় না, সকলেই বন্ধু চায়। কারণ, শত্রু অমঙ্গল কামনা করে নয়তো, অনিষ্ট করার চেষ্টা করে। তাই শান্তিতে জীবনযাপন করতে চাইলে বন্ধু এবং বন্ধুপূর্ণ পরিবেশ প্রয়োজন।
- আরিফুর রহমান, নরওয়ে।
কেমনে আমি বুঝি?
শত্রু দ্বারা কান্ত আমি,
বন্ধুর দেখা খুঁজি।
পাদটীকা: জীবনে শত্রু কেউ চায় না, সকলেই বন্ধু চায়। কারণ, শত্রু অমঙ্গল কামনা করে নয়তো, অনিষ্ট করার চেষ্টা করে। তাই শান্তিতে জীবনযাপন করতে চাইলে বন্ধু এবং বন্ধুপূর্ণ পরিবেশ প্রয়োজন।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন