দেবতা স্বর্গ লোকে নয়
বসত করে ভূ লোকে।
উদার ও মানবিক জন
দেবতা আমার চোখে।
পাদটীকা: পৌরাণিক কল্প কাহিনীতে দেবতারা স্বর্গে বাস করে। আমি মনে করি মানুষের মনে দেবতার ধারণা জন্ম হয়েছিল ভালো এবং মহান মানুষের মানবিকতা এবং উদারতা দেখে। আমি তাকেই দেবতুল্য মনে করা উচিত যার দ্বারা কোন প্রাণীর অনিষ্ঠ হয় না; যিনি অন্তরে উদারতা ও মভানুভবতা লালন করেন এবং এবং মানবতার চর্চা করেন।
বসত করে ভূ লোকে।
উদার ও মানবিক জন
দেবতা আমার চোখে।
পাদটীকা: পৌরাণিক কল্প কাহিনীতে দেবতারা স্বর্গে বাস করে। আমি মনে করি মানুষের মনে দেবতার ধারণা জন্ম হয়েছিল ভালো এবং মহান মানুষের মানবিকতা এবং উদারতা দেখে। আমি তাকেই দেবতুল্য মনে করা উচিত যার দ্বারা কোন প্রাণীর অনিষ্ঠ হয় না; যিনি অন্তরে উদারতা ও মভানুভবতা লালন করেন এবং এবং মানবতার চর্চা করেন।
- আরিফুর রহমান, নরওয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন