যে মানুষ নিঃস্ব, খুধায় শরীর বেঁচে খায়; 
মানুষ হিসেবে অসহায়, মাথা নত হয়। 
যে মানুষ ধর্মজীবি, পেশায় ধর্ম বেঁচে খায়; 
তাহার তরে ঘৃণা, মুখ থুথুতে ভরে যায়। 

পাদটীকা: মানুষ হিসেবে আমি সেই মানুষের নিকট ব্যর্থ অপারগ মানুষ হিসেবে সেই মানুষের নিকট মাথা নত করি, যে নিঃশ্ব এবং অসহায় হওয়া স্বত্বেও কারোর নিকট হাত পাতে না। সে লোক নিকৃষ্ট, যে ধর্ম বেঁচে খায়, আমি সেই মানুষকে ঘৃণা করি যে ধর্ম দিয়ে ব্যবসা করে খায়। 
- আরিফুর রহমান, নরওয়ে।

জীবিকা এবং পন্থা; শ্লোক - ৪৬৯