যাত্রা; শ্লোক - ৩৯১ আরিফুর রহমান (Arifur Rahman) শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৯ মানুষ জন্মে, শিক্ষিত হয়ে দক্ষ হয়ে মরার জন্যে; জীবন ভর ছুঁটে চলে, যেন রকেট চলে মহাশূন্যে। পাদটীকা: মানব জীবন একটি দীর্ঘ যাত্রা। বিষয় শব্দ: জীবন, দর্শন, প্রকৃতি, ভাবনা, মানুষ