শাস্তি ও মৃত্যু চিহ্ন “ক্রুশ”
রোমান করেছে “শান্তি” রূপে প্রতিষ্ঠা।
মঙ্গলের প্রতীক “স্বস্তিকা”
জার্মান নাৎসি মেখেছে ঘৃণা’র বিষ্ঠা।

পাদটীকা: যথাযথ ভাবে প্রচার করা গেলে, অন্যায়কেও  ন্যায়  হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। আবার অপপ্রচারে প্রতিষ্ঠিত বিষয়কেও কলুষিত করা স্বভব।
আরিফুর রহমান, নরওয়ে।

প্রতীক; শ্লোক - ৩৮০