মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
রঙ মাখিয়া কালো কাক
ময়ূরে রূপান্তরিত হয় না।
নর্দমায় যতই জল ঢালো,
নদী তাঁকে কেউ কয় না।