মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
এক শাস্ত্রে দেবতা বলে সমতল,
ধরণীকে কেন্দ্র করে সূর্য্য মামা ঘোরে।
অন্য শাস্ত্রে মানব বলে অসত্য,
সূর্য্যকে কেন্দ্র করে গ্রহেরা ছুটে চলে।