মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
আমরা তখনই হই ব্যর্থ,
যখন লক্ষ্যার্জনে সংকল্প হতে হই বিচ্যুত।
আমরা ততক্ষণ জীবিত,
যতক্ষণ হৃদযন্ত্র শ্বাসপ্রশ্বাস চলে অবিরত।