ঈশ্বরকে সন্তুষ্ট না করিলে
স্বর্গলোকে দিবে না ঠাঁই।
এ ভবে, লেনদেন ব্যতীত
কখনো প্রাপ্তিযোগ নাই।
পাদটীকা: ধর্মীয় গ্রন্থ সমূহে কেবল মাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করার শর্তেই স্বর্গের নিশ্চয়তা দেয়া হয়েছে। কেবল মাত্র সেই লোক পরকালে স্বর্গ লাভ করবেন যিনি, ইহকালে ঈশ্বরকে সন্তুষ্ট করে যাবেন। অর্থাৎ ঈশ্বরের এবং পৃথিবীর সাথে আমাদের লেনদেনের সম্পর্ক।
স্বর্গলোকে দিবে না ঠাঁই।
এ ভবে, লেনদেন ব্যতীত
কখনো প্রাপ্তিযোগ নাই।
পাদটীকা: ধর্মীয় গ্রন্থ সমূহে কেবল মাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করার শর্তেই স্বর্গের নিশ্চয়তা দেয়া হয়েছে। কেবল মাত্র সেই লোক পরকালে স্বর্গ লাভ করবেন যিনি, ইহকালে ঈশ্বরকে সন্তুষ্ট করে যাবেন। অর্থাৎ ঈশ্বরের এবং পৃথিবীর সাথে আমাদের লেনদেনের সম্পর্ক।
- আরিফুর রহমান, নরওয়ে।