এ ভুবন মায়া
আলো আর ছায়া।
তুমি আমি শত
হয়ে যাবো গত।
আলো আর ছায়া।
তুমি আমি শত
হয়ে যাবো গত।
পাদটীকা: পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। আমার আপনার জীবনকাল ও ক্ষণস্থায়ী, দিনের আলো বা রাতের মতো একদিন তা অতিবাহিত হয়ে যাবে।
- আরিফুর রহমান, নরওয়ে।
আরিফুর রহমানের জীবন দর্শন, ভাবনা, অভিজ্ঞতা শব্দে ও ছন্দে চিত্রায়িত