বিশাল বড় বট বৃক্ষ,
শুরু ছোট্ট চারা হইতে।
উপরে উঠিতে প্রথম পা
সর্বদা নিচের সিঁড়িতে।
পাদটীকা: পৃথিবীতে কোন কিছুই ছোট নয়। কোন কোন বিষয় আছে যা আদতে ছোট দেখা গেলেও পরিণতিতে একদিন তা বিশাল আকার লাভ করে। ছোট উদ্যোগ একদিন মানুষকে বিশাল স্থানে পৌঁছে দিতে পারে।
শুরু ছোট্ট চারা হইতে।
উপরে উঠিতে প্রথম পা
সর্বদা নিচের সিঁড়িতে।
পাদটীকা: পৃথিবীতে কোন কিছুই ছোট নয়। কোন কোন বিষয় আছে যা আদতে ছোট দেখা গেলেও পরিণতিতে একদিন তা বিশাল আকার লাভ করে। ছোট উদ্যোগ একদিন মানুষকে বিশাল স্থানে পৌঁছে দিতে পারে।
- আরিফুর রহমান, নরওয়ে।