মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
জীবন কখনো কঠিন
কখনো রঙিন রঙে আঁকা।
স্থান কালে তালে তালে,
জীবন পথ আঁকা বাঁকা।