মিনি কাব্য
আরিফুর রহমান
-----------------
ঢেঁকি স্বর্গে গেলেও
বাঁধে ধান।
ভাবেনা সে রইলো
নাকি গেলো মান।
আরিফুর রহমান
-----------------
ঢেঁকি স্বর্গে গেলেও
বাঁধে ধান।
ভাবেনা সে রইলো
নাকি গেলো মান।
আরিফুর রহমানের জীবন দর্শন, ভাবনা, অভিজ্ঞতা শব্দে ও ছন্দে চিত্রায়িত