সমান; শ্লোক - ১০৩ আরিফুর রহমান (Arifur Rahman) শুক্রবার, জুলাই ২১, ২০১৭ নারী ও পুরুষ উভয় সমান উভয়ই মানুষ মোরা। হাতে হাত রেখে ভালোবাসায় গড়ি পূর্ণ করি ধরা। পাদটীকা: নারী এবং পুরুষ মানুষ হিসেবে সকলেই সমান। সকলের সম্মিলিত অংশ অবদানেই অসম্পূর্ণ পৃথিবী পূর্ণতা পাবে।- আরিফুর রহমান, নরওয়ে। বিষয় শব্দ: জীবন, মানবতা, মানুষ