মৎস না জানে বৃক্ষারোহণ;
সে সাঁতার কাঁটিতে দক্ষ।
বাদর বৃক্ষারোহণে সুচারু;
জলে ডুবে যায় আবক্ষ।
পাদটীকা: কোন ব্যক্তি সাঁতারে বেশ দক্ষ কিন্তু, সে গাছে উঠতে জানে না। আবার, অপর ব্যক্তি গাছে উঠতে বেশ দক্ষ, কিন্তু সে সাঁতার জানে না।
মোট কথা, বিভিন্ন বাঁধা বিপত্তি বা সীমাবদ্ধতার কারণে সকলেই সর্ব বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ হতে পারে না।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।