শয়তান স্তম্ভে শয়তান নেই
মানুষ মানুষের পদপিষ্ঠে মরে,
খোদার ঘরেও রহমত নেই
ধার্মিকগণ ক্রেন ভেঙ্গে মরে।
মানুষ মানুষের পদপিষ্ঠে মরে,
খোদার ঘরেও রহমত নেই
ধার্মিকগণ ক্রেন ভেঙ্গে মরে।
পাদটীকা: প্রকৃত পক্ষে, কল্পনাপ্রসূত অদৃশ্য স্বত্তার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, ভালো মন্দ কর্ম করার ক্ষমতা নেই। ঘটনা বা দুর্ঘটনা যথার্থ কারণে ঘটে।
- আরিফুর রহমান, নরওয়ে।
প্রাসঙ্গিক সংবাদ: বিবিসি। প্রাসঙ্গিক নিবন্ধ: উইকিপিডিয়া।