পিতার জন্ম না হয় কভু
দাদা দাদীর পূর্ব ভাগে;
একের পরেই দুই, তিন
সংখ্যা ক্রমান্বয়ে জাগে।
পাদটীকা: পৃথিবীতে সব কিছুই ক্রমান্বয়ে ঘটে। ঘটা ঘটনার প্রতিটি অংশ আপন অংকে ক্রমান্বয়ে সুসজ্বিত; এখানে একটি অধ্যায়ের সমাপ্তির মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়। সময় এখানে ভবিষ্যৎ হতে বর্তমানে রূপলাভের মধ্য দিয়ে আপন ধারায় প্রবাহিত হয়ে তা সময়ের স্রোতে অতীত হিসেবে বিলীন হয়।
- আরিফুর রহমান, নরওয়ে।
- আরিফুর রহমান, নরওয়ে।