ইচ্ছে হলেই কাব্য লিখি
ইচ্ছে হলেই আঁকি।
ইচ্ছে হলেই আকাশ পানে
তাকিয়ে শুধু থাকি।

পাদটীকা:
আমার কোন কোন দিন কাটে উদ্দশ্যহীন। থাকে না কোন গড় বাধা নিয়ম রুটিন। মাঝে মাঝে ইচ্ছের স্রোতে গা ভাসাই, খামখেয়ালী সব কিছু করি যা কিছু মনে চায়।
আরিফুর রহমান, নরওয়ে।
 
দিন লিপি; শ্লোক - ১৯